খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবীতে বর্ণাঢ্য র‌্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫

খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় খাগড়াছড়ি ঈদগাঁ মাঠ থেকে এটি বের হয়। এতে অংশ নেন নানা শ্রেণিপেশার ধর্মপ্রাণ মুসলমান।

এসময় পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন- খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খাঁন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম সফি, শ্রমবিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, অ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, বিএনপি নেতা গফুর তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলাম। তাই সেই শান্তিকে বজায় রেখে সকলকে দ্বীনের শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

পরে বর্ণাঢ্য জশনে জুলুছ খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে শুরু করে মধুপুর বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাঁ মাঠে এসে দোয়া মুনাজাত হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন, খাগড়াছড়ি পৌর মেয়র ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মো. রফিকুল আলম।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :