মাকে নিয়ে গেছে চোরে, দুধের জন্য ‘কাঁদছে’ বাছুর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩১ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১

বাছুরটির বয়স মাত্র সাতদিন। জন্মের পর থেকেই দুরন্ত প্রকৃতির। মায়ের দুধ খেয়ে এ বাড়ি ও বাড়ি লাফিয়ে বেড়াত। নতুন অতিথির আগমনে যারপর নাই খুশি হয়েছিলেন মালিক আলমাছ আলী। কিন্তু বাছুরটিকে নিয়ে এখন বিপাকে পড়েছেন। গত রাতে বাছুরটির মাসহ তিনটি গরু চুরি হয়ে গেছে। মাকে না পেয়ে হাম্বা হাম্বা করে ‘কাঁদছে’ দুধের বাছুরটি।

সোমবার গভীরে রাতে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের বাওয়ার কুমারজানী গ্রামে আলমাছ আলীর গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা দুইটি গাভী ও একটি ষাঁড় চুরি করে নিয়ে যায়। কিন্তু সাতদিন বয়সী দুধের বাছুরটি রেখে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে গোয়ালে ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান কৃষক আলমাছ।

আলমাছ আলী জানান, গত রাতে বাছুরটিকে রেখে তার তিনটি গরু চোরে নিয়ে গেছে। এখন দুধের বাছুরটি নিয়ে তিনি বিপাকে পড়েছেন। মায়ের জন্য বাছুরটি সারাক্ষণ হাম্বা হাম্বা করছে। দুধ না পেয়ে কাহিল হয়ে পড়েছে। ফিডার দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে।

‘সবই যদি চোর নিয়ে গেল, দুধের বাছুরটি কেন রেখে গেল’ আক্ষেপ এই বৃদ্ধ কৃষকের।

এ ব্যাপারে মির্জাপুর থানারে ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানান, এখনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে আইনগত সহযোগিতা দেয়া হবে।

(ঢাকাটাইমসন/৫ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :