ইবিতে প্রক্সি দিতে এসে কারাগারে ঢাবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন।

শুক্রবার সকাল ৯ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত কাজী ফেরদৌস হাসান জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাব্বির রহমান যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আজ বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে কাজী ফেরদৌস হাসান জয় ও সাব্বির রহমান বদলি পরীক্ষা দিতে আসে। চেহারার সাথে প্রবেশপত্রের ছবির মিল না থাকায় ভবনের প্রধান ফটকে দায়িত্বরত শিক্ষকরা তাদের সন্দেহ করেন। পরে তাদেরকে প্রক্টরের কাছে হস্থান্তর করা হয়।

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান তাদের জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতে দেন। ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল আটক দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কাজী ফেরদৌস হাসান জয় নাটোরের জিউ পাড়ার ফিরোজ আহমেদের ছেলে। তিনি দেবাশীষ সরকার নামের এক শিক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আর সাব্বির রহমান তন্ময় রহমান নামের এক শিক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে এসেছিলেন বলে জানা গছে।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :