‘বাল্যবিয়ে উন্নত বাংলাদেশ গঠনে অন্যতম প্রতিবন্ধকতা’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ২০:০৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম বলেছেন, বাল্যবিয়ে উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। সুস্থ সবল মা ছাড়া সুস্থ সবল সন্তান জন্ম দেয়া সম্ভব না।

তিনি শনিবার সকালে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ এবং সেবাদান প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক প্রমুখ।

প্রধন অতিথি তার বক্তৃতায় বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিবাহ সম্পাদনকারী (কাজী ও পুরোহিত), মসজিদের ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহবান জানান।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :