জামালপুরে মাদক মামলায় যুবলীগ নেতা কারাগারে

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩

মাদক মামলায় জামালপুরের মেলান্দহে এক যুবলীগ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

ডিবি পুলিশের ওসি মো. সালেমুজ্জামান সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের অভিযানের সময় ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেড়া গ্রামের রাস্তা থেকে মেলান্দহ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম জুয়েল ও ইমেজ উদ্দিন নামে অপর মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের জেলা হাজতে প্রেরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, দলীয় পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছেন তিনি। গত আগস্ট মাসে শফিকুল ইসলাম জুয়েল কুড়িগ্রাম জেলার রৌমারীতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। তিনি বেসরকারি কম্পিটার ট্রেনেরও এজেন্ট।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ বলেন, বিষয়টি জানতে পেয়ে এক জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :