জঙ্গি সম্পৃক্ততা: সাবেক ভার্সিটি শিক্ষক ফের গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:২৮ | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:২৪
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য শরফুল আউয়ালকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।

র‌্যাব তাকে নব্য জেএমবির সদস্য বললেও তিনি এর আগে আইএস এর সংগঠক হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের সঙ্গেও ছিল তার সম্পৃক্ততা।

শরফুল আউয়ারের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের চেয়ারম্যান ছিলেন। সেখানে ইসলামিক আইন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বাধে। একপর্যায়ে ইউনিভার্সিটি প্রশাসন তাকে চাকরিচ্যুত করে।

র‌্যাব জানায়, জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে আওয়ালের বিরুদ্ধে ইতোপূর্বে চট্টগ্রামের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। গত জানুয়ারি মাসে জামিনে মুক্ত হয়ে তিনি তথাকথিত জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সাথে যোগাযোগ ও এ দেশীয় সমমনা জঙ্গিদের একত্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :