মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ১৫:৫৯

অনুষ্ঠিত হয়ে গেল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন। শুক্রবার রাজধানীর অদুরে গাজীপুরের অঙ্গণা রিসোর্টে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই আনন্দ উৎসব।

মির্জাগঞ্জের বাসিন্দাদের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, পেশাজীবী, রাজনীতিবীদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি), আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

আয়োজনের মধ্যে শিশুদের জন্য ছিল নানা ধরণের ইভেন্ট, সবশেষ ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। বিকালের দিকে ছিল পিঠাপুলির আয়োজন।

সংগঠনের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও অধ্যাপক আজাহারুল ইসলাম, যুগ্ম সচিব মাসুদ করিম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি খন্দকার রুহুল আমিন সিপার, পুলিশ সুপার গাজী জসিম, বাংলাদেশ ব্যাংকের জিএম মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক শহিদুল ইসলাম পান্না, মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী আতাহার উদ্দিন, বর্তমান উপজেলা চেয়ারম্যন খান মো. আবু-বক্কর সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ পিন্টু, ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু মেডিকেলের সার্জন ডা. নজরুল ইসলাম (আকাশ), কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির প্রমুখ।

আয়োজক সংগঠনের সভাপতি সভাপতি রুস্তুম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বনভোজন আয়োজক কমিটির সদস্য সচিব শাহ রেজাউল মাহমুদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে আগামী দিনে দল মত নির্বিশেষে মির্জাগঞ্জের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :