বিদ্যুতের তিন বিল বিতরণকারীর বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ২১:০২

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগের গ্রাহক বিল বিতরণকারী তিনজনের বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের বাড়ি থেকে ৫৯টি বৈদ্যুতিক মিটার, ৭৬টি অফিস ফাইল এবং বিপুল পরিমাণ বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বড়াইল-সাদেকপুর ফিডার এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মুজাহিদুর রহমান।

বিদ্যুৎ অফিস সূত্র জানায়, বড়াইল এবং সাদেকপুর ফিডারের বিতরণ বিভাগের তিন বিল বিতরণকারী শাহজাহান মিয়া, মিলন মিয়া এবং জাহের মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৯টি মিটার, বিদ্যুৎ অফিসের ৭৬টি ফাইল এবং বিপুল পরিমাণ বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার মিটারের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ইউনিট বিদুৎ চুরির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এরা তিনজন আগে কাজ করত। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযোগের থাকায় আগেই দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :