নেপাল যেতে চান বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ২৩:২৭

নেপালে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নেপাল যেতে চান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। সিঙ্গাপুরে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিলেই তিনি রওয়ানা হবেন।

সোমবার দুপুরে বাংলাদেশ থেকে কাঠমান্ডু যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান সেখানকার ত্রিভূবন বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান বিমানমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দুর্ঘটনায় পড়া বিমানটিতে বাংলাদেশের ৩২ জন যাত্রী এবং দুই জন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন পাইলট মারা গেছেন। আর ১৪ জন যাত্রী বেঁচে আছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আহত যাত্রীদের চিকিৎসা এবং বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে যা যা করণীয়, তার সব করা হবে বলে সিঙ্গাপুর থেকে পাঠানো এক ভিডিওবার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিমানবন্ত্রী জানান, আহতদের চিকিৎসা ও দেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে তদারকি করতে তিনি নিজেই নেপাল যেতে চান।

কবে যাবেন-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, উনার পারমিশন পেলে আমি নিজেই যাব।’

অবশ্য মন্ত্রীর নেপাল যাওয়া এই মুহূর্তে কঠিন। কারণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বিমানবন্দর এই মুহূর্তে বন্ধ রয়েছে।

দুই মাস আগে মন্ত্রিসভায় যোগ দেয়া বিমানমন্ত্রী এখনও কোনো দেশে সরকারি সফরে যাননি। তিনি নেপাল গেলে সেটাই হবে মন্ত্রী হিসেবে তার প্রথম সফর।

ঢাকাটাইমস/১২মার্চ/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :