রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২৩:৪৮ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২৩:৪০

রাজধানীর ডেমড়ার পূর্ব বক্সনগরের একটি বাসায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সাহারা বেগম (৬০) ও স্বামী আব্দুস সাত্তার (৭০)।

রবিবার সন্ধ্যায় তাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ বাবুল মিয়া। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রতিবেশী মরিয়ম বেগম জানান, আব্দুস সাত্তারের পূর্ব বক্সনগরে স্থানীয় একতলা বাসা রয়েছে। দুপুরের পরে পাঁচ নারী তাদের বাসায় প্রবেশ করেন। তারা তাদের বাসায় ঘর ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে পড়েন। পরে তাদের দু'জনের মাথায় মেহেদী দেন ওই নারীদের কয়েকজন এবং তাদের দেয়া খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন বৃদ্ধ-বৃদ্ধা দম্পতি।

তিনি জানান, ওই নারীরা তাদের ঘরে থাকা টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে যায়। বিকালের দিকে ওই বাসায় থাকা এক ভাড়াটিয়া সাহারা বেগমকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় দেখতে পান তারা স্বামী স্ত্রী দুজনই অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তাদেরকে উদ্ধার করে তিনিসহ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত সাহারা বেগমের ছেলে আমিনুল ইসলাম জানান, তারা তিন ভাই বোন। তার দুই বোনের বিয়ে হয়ে গেছে। তিনি তীর কোম্পানিতে চাকরি করেন। দুপুরে তাদের বাসায় তার বাবা-মা দুজনই ছিলেন। এরই ফাঁকে এমন ঘটনা ঘটে গেছে।

ঢাকাটাইমস/২৬আগস্ট/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :