ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৬:৪১| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭:১০
অ- অ+

মিরপুর ভাষানটেকের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় সুজন (৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

বুধবার দুপুর দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় ৯ বছর বয়সি শিশু সুজন।

এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই ঘটনায় এর আগে তার নানী মেহেরুন নেসা, বাবা লিটন চৌধুরী, মা সূর্য বানু, বোন লামিয়া মারা যান। বর্তমানে সুজনের বড় বোন লিজা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

মৃতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। তারা ভাষানটেকে একটি ভাড়া বাসায় থাকতেন।

গত ১২ এপ্রিল মিরপুর ১৩ নম্বরের পশ্চিম ভাষানটেক এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় মশার কয়েল ধরাতেই সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
৪ ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা