পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৭
অ- অ+

বকাঝকা করা বাবার সঙ্গে অভিমানে সপ্তম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম অর্পন কর্মকার (১৬) সে বাংলা বাজার এলাকায় কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বিকালে ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার স্বর্নকার দিপংকর কর্মকার ছেলে অর্পণ কর্মকার। বর্তমানে পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেন কোতোয়ালি পরিবারের সাথে থাকত। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল অর্পন।

অর্পনের বাবা জানান, সকালে অর্পন তার বোনের সাথে তর্কাতর্কি হয়। পরে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় চাবি দিয়ে দরজা খুললে, সে দৌড়ে এসে জোর করে দরজা লাগিয়ে দেয়। তখন দরজায় আমার (বাবার) হাত চাপা পড়ে। এতে তাকে (অর্পন) বকাঝকা দিলে, সে দৌড়ে বের হয়ে ছাদের দিকে চলে যায়। কিছু সময় পর শব্দ হয়। গিয়ে দেখতে পান অর্পন ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর বিকাল টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/টিআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা