জাতি কঠিন সময় পার করছে: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৩

জাতি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর ন্যাপ।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘সবার মনে প্রশ্ন নির্বাচন ঘিরে দেশে কী ঘটতে যাচ্ছে? জনগণ কি ভোট দিতে পারবে? আমরা মনে করি সরকারি দল ও বিরোধী দল আলাপ আলোচনার মাধ্যমে জনগণকে আশার আলো দেখাতে পারে।’

‘রাজনীতি আজ মেধাহীনদের দখলে চলে যাচ্ছে। মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। রাজনীতি এখন মেধাহীন আর ব্যবসায়ীদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে বলে সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে।’

সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ প্রধানমন্ত্রীকে নিতে হবে উল্লেখ করে গোলাম মোস্তফা বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদেরকে অবহেলা করা ঠিক হবে না। সরকারকে আরও নমনীয় হতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

ঢাকা মহানগর ন্যাপের সভাপতি মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় দলের মহাসচিব মো. রফিকুল ইসলাম, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মহানগর ন্যাপের সিনিয়র সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক এম.এন. শাওন সাদেকী প্রমুখ।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :