বাম জোটের সচিবালয় ঘেরাও, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:৩২ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:২৫

বাম গণতান্ত্রিক জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সরকারের দুঃশাসনের প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই কর্মসূচি দিয়েছিল জোট।

রবিবার বেলা ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি প্রেসক্লাবের দক্ষিণ পাশের রাস্তায় এলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এসময় তারা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে।

সচিবালয়ের সামনে সমাবেশে বাম গণতান্ত্রিক জোটে অন্যতম সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে এখন একটা শাসন চলছে যে শাসন জনগণ চায় না। বর্তমানে যে স্বৈরতন্ত্র দেশে বিদ্যমান রয়েছে সেটা আগে কখনো এদেশের মানুষ দেখেনি। ভয়াবহ লুটপাট চলছে যা অতীতের সব লুটপাটকে হার মানিয়ে যায়।’

সাকি বলেন, ‘সরকারি চাকরিতে দলীয়করণ করা হচ্ছে ভয়াবহভাবে, যেটার ফলে সাধারণ জনগণকে চাকরি বঞ্চিত হতে হচ্ছে। আমলারা আজ সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। কারণ সরকার তাদের সবচেয়ে বেশি খুশি করছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। পুলিশ বাহিনীকে একটা দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে।’

বিচার বিভাগের সমালোচনা করে সাকি বলেন, ‘মানুষের একমাত্র ভরসার জায়গা হচ্ছে আদালত, আজ সেটাকেও হাতে নিয়ে নিয়েছে শেখ হাসিনা সরকার। যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে বেআইনিভাবে অপসারণ। দেশের প্রধান বিচারপতি যদি সঠিক বিচার না পান তাহলে কীভাবে এদেশের সাধারণ মানুষ বিচার পাবে বা বিচারের আশা করতে পারে।’

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক সাইফুল হকও বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সভাপতি ও শ্রমিকনেত্রী মোশরেফা মিশুসহ বাম জোটের নেতারা।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :