ভয় দেখিয়ে তাড়াতেই সাব-রেজিস্ট্রার হত্যা, গ্রেপ্তার-৪

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ২১:০৬

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর সাব-রেজিস্ট্রার নূর মহম্মদ শাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইনস সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার এস এস তানভির আরাফাত।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের মূল রহস্য হিসেবে নিহতের কাছে গচ্ছিত মোটা অংকের টাকা ছিনতাই ও ভয়ভীতি দেখিয়ে কুষ্টিয়া থেকে তাকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই অপরাধীরা হামলা করেছিল বলে দাবি পুলিশের।

সিসি টিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিতকরণের মাধ্যমেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা রেজিস্ট্রি অফিসের পিয়ন ফারুক, মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল, নকল নবিস সাইদুল এবং বাবুল।

পুলিশের দাবি, ঘটনার ১৫ দিন আগে জড়িতরা যোগসাজস করে এই হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে সবাই মিলিত হয়। সেখানে অফিস পিয়ন ফারুকের সহায়তায় নিহতের বাসায় প্রবেশ করে ধারালো ছোরার আঘাত এবং দড়িতে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায়।

এই হত্যার ঘটনায় নিহতের ছোটভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২১।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :