শ্রমিক কল্যাণ তহবিলে কোটসের ৬৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৭:১০

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত বছরের (২০১৭) লভ্যাংশের ৬৮ লাখ ৫২ হাজার ৮১৪ টাকা জমা দিয়েছে কোটস বাংলাদেশ।

রবিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর কাছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, এক কোটি টাকার সম্পত্তি ও দুই কোটি টাকার বেশি মূলধনী প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা দেয় সরকার।

বিভিন্ন খাতের শ্রমিকদের সহায়তার পরও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বর্তমানে জমার পরিমাণ ৩১৩ কোটি টাকা বলে সাংবাদিকদের জানান শ্রম প্রতিমন্ত্রী। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আওয়ালসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :