স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫২

এম সিরিজের নতুন ফোন আনছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। মডেল এম২০। এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এ মাসেই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।

স্যামসাং এম ২০ মডেলের ফোনে থাকছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর। এতে এক্সনোস ৭৮৮৬ চিপসেট ব্যবহৃত হয়েছে। ৩ জিবি র‌্যামের এই ফোন ৩২ ও ৬৪ জিবি স্টোরেজে বাজারে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ফোনটিতে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এই ডিসপ্লেতে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে।

ছবির জন্য আছে ১৩ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ডুয়েল সিম পোর্ট রয়েছে। ব্যাকআপের জন্য আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

ফোনটি বাজারে আসলে এর দাম হবে ২১০ ডলার।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :