বিসিএলে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ফিরেছে চট্টগ্রাম মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৬, ২১:২৩

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ফিরেছে চট্টগ্রাম মোহামেডান। সেই সঙ্গে নতুন দল হিসেবে যোগ দিয়েছে সাইফ স্পোর্টিং। ২৯ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল মাঠে গড়াবে।

পেশাদার কাঠামোর দ্বিতীয় সারির প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এ লিগ শেষ হবে ২২ ডিসেম্বর। তবে বিসিএল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়টি দল উঠবে বা কয়টি দলের অবনমন হবে তা চূড়ান্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সোমবার বাফুফে ভবনে বিসিএল-এর লোগো উন্মোচন ও স্পনসরদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। লিগের টাইটেলে স্পনসর মার্সেল। কো-স্পনসররা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, প্রগতি ইনস্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ম্যাক্স গ্রুপ।

এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সব দলগুলো হলো- ভিক্টোরিয়া স্পোর্টিং, টি অ্যান্ড টি ক্লাব মতিঝিল, ফকিরেরপুল ইয়াং মেন্স, বাংলাদেশ পুলিশ, অগ্রণী ব্যাংক, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম মোহামেডান ও কারওয়ান বাজার প্রগতি সংঘ।

দীর্ঘ পাঁচ বছর পর এবার ঢাকার ফুটবলে ফিরল চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০১০-১১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে ঢাকার ফুটবল থেকে হারিয়ে যায় চট্টগ্রামের এই দলটি।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :