বরিশালে বিপুল বিদেশি মদ, বিয়ার উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১২:৩২
অ- অ+

বরিশালে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর রাতে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট মোড় থেকে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় একটি পিকআপসহ আটক করা হয় দুজনকে।

আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার মাসুম মিয়ার ছেলে মো. সালমান মিয়া ও ঢাকার লালবাগের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে ফরিদ সরদার।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ আর মুকুল জানান, গোপন সংবাদ পেয়ে আজ ভোরে রামপট্রি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি পিকআপকে থামতে সিগন্যাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে ধাওয়া দিয়ে রহমতপুর এয়ারপোর্ট মোড় থেকে পিকআপটি (ঢাকা মেট্রো-ল ১৩-২৩৭১) আটক করা হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদ ও দুই ধরনের ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, রাজধানীর গুলশান থেকে তারা এ মদ ও বিয়ারগুলো বরিশালের বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য এনেছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ আর ‍মুকুল।

(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা