প্রধান বিচারপতিকে দেখে এসেছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:৪৯ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:০৫
ফাইল ছবি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে গিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে যান আইনমন্ত্রী। প্রায় ২৪ মিনিট ভেতরে অবস্থানের পর বিকাল ৪টা ৩৯ মিনিটে বেরিয়ে আসেন আইনমন্ত্রী।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের কিছু জানাননি আইনমন্ত্রী। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানান, প্রধান বিচারপতি বিশ্রামে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে দুপুরে সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

ওই সময় প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানিয়েছিলেন। তবে কখন সাক্ষাৎ করবেন সে বিষয়ে কিছু জানাননি। পরে সুপ্রিম কোর্ট থেকে হয়ে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন।

গত ২ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেন বলে জানায় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওইদিন রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে। তিনিই বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এমএবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগ দিতে হবে: পরিবেশমন্ত্রী

ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশের এলাকায় সচেতনতা জোরদারের তাগিদ

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, কোন খাতে কত বরাদ্দ

লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টায় ঢাকা আরও বাসযোগ্য হয়ে উঠবে: ডিসি মোস্তাক 

এই বিভাগের সব খবর

শিরোনাম :