অবৈধ সম্পদের মামলা

ঝিকরগাছা চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৪:২৯ | প্রকাশিত : ১২ জুলাই ২০১৮, ১৪:১২

অবৈধ সম্পদ অর্জনের মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে ৬ বছর দণ্ডের মধ্যে দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের ওই কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

এছাড়া রায়ে দণ্ডের পাশাপাশি ওই আসামির ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং জ্ঞাত আয় বহিভূতভাবে অর্জিত ১ কোটি ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম জানান, মামলার রায়ের আগে আদালত দুদকের পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদের দায়ের করা মামলার এজাহারে আসামির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন হিসাব প্রদান এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

মামলাটিতে ২০১০ সালের ২৫ জুলাই চার্জশিট দাখিল করে দুদক। আসামি ২০০৯ সালের ২৪ মে দুদকে সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি সম্পদ বিবরনীতে মোট ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ২৭ টাকা ৮৪ পয়সার হিসাব দাখিল করেন।

ঢাকাটাইমস/১২জুলাই/আরজেড/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :