ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাকায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম হোসেন (১৮) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দইয়ের পাড় এলাকার আব্দুল সাত্তারের ছেলে আবুল কাশেম (২১)। তারা দুজনই পিকআপের হেলপার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার দেওয়ান সিএনজি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুত গতিতে এসে মুরগিবোঝাই পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ দুই হেলপার গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানের হেলপার শামিম হোসেন ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং পিকআপ ভ্যানটি জব্দ করেছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানিয়েছেন, ‘নিহত দুজনের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
(ঢাকাটাইমস/০৩মে/এজে)

মন্তব্য করুন