গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে ৫ বগি লাইনচ্যুত, দুই চালকসহ আহত অনেকে 

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৪, ১১:৫১| আপডেট : ০৩ মে ২০২৪, ১২:১৪
অ- অ+

গাজীপুর জেলার জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের একই লাইনে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১টার কিছু আগে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জয়দেবপুর জিআরপি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে তাঁর গন্তব্যে যাচ্ছিল। আর টাঙ্গাইল কমিউটার উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছিল। দুর্ঘটনায় দুই ট্রেনের চালকসহ তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিলেন না।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা