সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার

রাজধানীর গ্রিন রোডের কমপোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিংহোমে চিকিৎসকের অবহেলা-অপচিকিৎসায় রিটেইল চেইন স্বপ্ন’র সাবেক পরিচালক শামসুদ্দোহা শিমুলের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাস্টিস ফর শিমুল’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রয়াত শামসুদ্দোহা শিমুলের স্ত্রী সায়মা সুলতানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ২১ আগস্ট রাতে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে নাকের সেপ্টোপ্লাস্টি অস্ত্রোপচারের সময় অধ্যাপক ডা. জাহের আল-আমিন (বিএমডিসি রেজি. নং- এ-১২৬৮৮) এবং এনেস্থেসিয়োলজিস্ট ইফতেখায়রুল কাওসারের (বিএমডিসি রেজি. নং- এ-৫৭৩৯০) তত্ত্বাবধানে শামসুদ্দোহা শিমুলের মৃত্যু ঘটে। অপারেশন থিয়েটারেই তিনি মৃত্যুবরণ করেন এবং এটি একটি চরম অবহেলা ও অপচিকিৎসার নির্মম পরিণতি। মরহুম শামসুদ্দোহা শিমুল শুধু একটি নাম নয়, তিনি ছিলেন বাংলাদেশের করপোরেট জগতের একজন আইকন। একজন কর্মবীর মুহূর্তেই অবহেলা ও অপচিকিৎসার শিকার হয়ে অকালে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছে।
তিনি বলেন, ‘শিমুলের মৃত্যুর পেছনে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্ত কাজে প্রভাব বিস্তার করে সঠিক বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা আশঙ্কা করছি, ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হবে না। তাই আমরা এসেছি ন্যায়ের দাবিতে, মানবতার স্বার্থে এবং ভবিষ্যতের শিমুলদের রক্ষা করতে। কারণ, শামসুদ্দোহা শিমুলের মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, বরং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার নৈরাজ্যের প্রতিচ্ছবি।’
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি বিনীত এবং দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে কার্যকর পদক্ষেপ হিসেবে শামসুদ্দোহা শিমুলের মৃত্যুর পেছনে যে চিকিৎসক, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম (হাসপাতাল) কর্তৃপক্ষ, হাসপাতাল কর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত; তাদের বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এ সময় প্রয়াত শিমুলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১১মে/এসএ)

মন্তব্য করুন