বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৪:১৫| আপডেট : ১১ মে ২০২৫, ১৪:২৫
অ- অ+

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রবিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, বুদ্ধপূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রবিবার বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে এ বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
প্রতিবাদ জানানোর অধিকার যে কারোর রয়েছে: নাহিদ ইসলাম
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা