চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের জমায়েতকে লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল আলম চেয়ারম্যান বলেন, যেহেতু আমি নির্বাচন করছি, সেহেতু আজ হোয়াইক্যংয়ের কম্বোনিয়া পাড়া ও পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মুরুব্বি এবং মেম্বারদের সঙ্গে আমার একটি আলোচনা সভা ছিল। সেখানে হঠাৎ সাবেক এমপি বদি ও জাফর চেয়ারম্যানসহ ২০-৩০ জন লোক আমাদের পাশে এসে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
আব্দুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
এ ঘটনায় রাতেই টেকনাফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল আলম।
এই বিষয়ে জানতে সাবেক এমপি বদির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বদির সাথে থাকা টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদ মুঠোফোনে জানান, বদি ভাই আমার সাথে ছিল, তবে সেখানে এ ধরনের কিছু হয়নি।
(ঢাকা টাইমস/০৩মে/এসএ/এসআইএস)

মন্তব্য করুন