আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম

বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “সিদ্ধান্তটি আপাতত স্বস্তির হলেও আমাদের কাজ এখনো শেষ হয় নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতবছর আমরা গণহত্যার হুকুমের আসামি হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিলাম। এখন যেহেতু আইন সংশোধন করে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার এবং শাস্তির সুযোগ রাখা হয়েছে এবং সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে তাই মঙ্গলবার আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় যাচ্ছি। আমরা প্রমাণ করতে চাই, আওয়ামী লীগ এবং তাদের দোসর ১৪ দল হলো নিকৃষ্টতম ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী দল।”
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, “জুলাই সনদ প্রকাশ নিয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে কিছুটা ধ্রুমজাল আছে। এব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো জরুরি। কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে সরকার হঠকারী কোনো সিদ্ধান্ত নিবে না বলে আমাদের বিশ্বাস।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। নিষিদ্ধের এই সিদ্ধান্তে জুলাই যোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানানো হয়েছে। এখন আমরা খুনি হাসিনা এবং আওয়ামী দোসরদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
(ঢাকাটাইমস/১১মে/জেবি/এফএ)

মন্তব্য করুন