জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ১০:৫২
অ- অ+
ফাইল ফটো

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বহিষ্কৃত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা করা হয়েছে। এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী ১ সপ্তাহ কোনো মামলায় লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে কার্যতালিকা থেকে শামীমের জামিন আবেদন বাদ দিয়েছেন আপিল বিভাগ।

এদিন জি কে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার ৪ নম্বর সিরিয়ালে ছিল। এতে অবাক হয়ে প্রধান বিচারপতি বলেন, “এটি কীভাবে আদেশের জন্য আসে, এ বিষয়ে শুনানিই তো হয়নি।”

পরে আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে ডেকে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন, ‘এটা কী করে হলো?’ এর কোনো সদুত্তর দিতে পারেননি নিখিল।

পরে নিখিল কুমার সাহাকে ১ সপ্তাহ মামলা না লড়তে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এসময় তিনি পাল্টা যুক্তি দিতে চাইলে প্রধান বিচারপতি বলেন, “বেশি কথা বললে ১ বছর নিষিদ্ধ করা হবে।”

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান জিকে শামীম। পরে অনুসন্ধানে জানা যায়, মাসখানেক আগে করা জামিন আবেদনে পুরো নাম উল্লেখ করেননি তিনি। যদিও জামিন আদেশে ঠিকই লেখা ছিল পুরো নাম।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা