দেশের যেসব তারকা সাংবাদিকতা করেছেন একসময়! কেউ কেউ আছেন এখনো

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৪, ০৯:১০| আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:১২
অ- অ+

তাদের কেউ অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন, ছড়াচ্ছেন- কেউ বা আবার গান গেয়ে। বাংলাদেশের শোবিজের সেসব তারকার আরও একটি বড় পরিচয় আছে- সেটি হলো, তারা কোনো না কোনো কারণে সাংবাদিকতার সঙ্গে জড়িত। কেউ সাংবাদিকতা থেকে শোবিজে এসেছেন, কেউ আবার তারকাখ্যাতি পাওয়ার পর সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছেন। চলুন জেনে আসি তাদের সম্পর্কে।

আসাদুজ্জামান নূর

নব্বইয়ের দশকের শুরুতে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে খ্যাতি পেয়েছিলেন বিখ্যাত এই অভিনেতা। এরপর অভিনয় করেছেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে। একসময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী। বর্তমানে তিনি সংসদ সদস্য। চালু আছে অভিনয়ও।

কিন্তু জানেন কি, গুণী অভিনেতা আসাদুজ্জামান নূরের কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে? হ্যাঁ, এটাই সত্যি। ১৯৭২ সালে তৎকালীন বহুল প্রচারিত সাপ্তাহিক ‘চিত্রালী’তে কাজ করার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন আসাদুজ্জামান নূর। পরে সাংবাদিকতা ছেড়ে নেমে পড়েন অভিনয়ে। পান দেশজোড়া খ্যাতি।

হাসান মাসুদ

ছোটপর্দার একজন জনপ্রিয় রম্য অভিনেতা হিসেবেই সবার কাছে বেশি পরিচিত তিনি। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে অধিনায়ক হিসেবে অবসর নেন- এ খবরও কারও অজানা নয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, হাসান মাসুদ দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতাও করেছেন। কাজ করতেন নিউ ন্যাশন, ডেইলি স্টার এবং বিবিসির মতো সংবাদমাধ্যমে। তবে বর্তমানে তিনি অভিনেতা, পাশাপাশি গায়ক।

তাজিন আহমেদ

২০১৮ সালের ২২ মে বিকালে না ফেরার দেশে চলে যান ছোটপর্দার এই তারকা। অভিনেত্রী পরিচয়েই তাজিন আহমেদকে সবাই চিনতেন। তবে তার কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। পরে যোগ দেন ‘ভোরের কাগজ’ পত্রিকায়। এরপর ‘প্রথম আলো’সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ছিলেন আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও।

মাহফুজ আহমেদ

ছোটপর্দার একজন দুর্দান্ত অভিনেতা তিনি। জাত চিনিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করেও। নব্বইয়ের দশকে তরুণীদের ক্রাশ ছিলেন মাহফুজ আহমেদ। এই অভিনেতারও কর্মজীবন শুরু সাংবাদিকতা দিয়ে। হুমায়ূন আহমেদের একটি নাটকে তিনি বিনোদন সাংবাদিক চরিত্রে অভিনয়ও করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াকালীনই ‘পূর্ণিমা’ নামের একটি ম্যাগাজিনের বিনোদন পাতায় লিখতেন মাহফুজ আহমেদ। সেখান থেকেই পরিচয় হয় কথাসাহিত্যিক ও বর্তমানে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সঙ্গে। তার পরামর্শেই পরে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ একটি ছোট চরিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে এ জগতেই খ্যাতি অর্জন করেন।

ফেরদৌস আহমেদ

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক এবং বর্তমানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌসও পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে। ‘আনন্দ আলো’ নামে একটি ম্যাগাজিনে কিছুদিন সাংবাদিক হিসেবে কাজও করেছেন। কিন্তু ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ের প্রতি টান থাকায় সাংবাদিকতা ছেড়ে তিনি ঢুকে পড়েন শোবিজে। ক্যারিয়ারের শুরু থেকে অভিনেতা হিসেবে তার পরিচিতি দুই বাংলাতেই।

আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ খ্যাত এই গায়কও একটা সময় সাংবাদিকতা করেছেন। কয়েক বছর আগেও মানব জমিন পত্রিকায় তিনি বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করতেন। সে সময় তার লেখা প্রকাশ হতো নিয়মিত। বর্তমানে আর্ব নিউজ টোয়েন্টিফোর ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল তিনি পরিচালনা করেন। পাশাপাশি ক্রিকেটসহ নানা বিষয়ে কলামও লেখেন।

মৌসুমী

‘প্রিয়দর্শিনী’ খ্যাত এই নায়িকা সাংবাদিকতা না করলেও তিনি একটি পত্রিকার সম্পাদক। ২০১৮ সালের ৩ নভেম্বর নিজের জন্মদিনে ‘ইয়েসনিউজবিডিডটকম’ নামে একটি অনলাইন পোর্টাল চালু করেন তিনি। সেখানে শুধু বিনোদনবিষয়ক খবর প্রকাশ করা হয়। নায়িকা সে সময় জানিয়েছিলেন, সাংবাদিকতা নিয়ে তার আগ্রহ ও ভালোলাগা অনেক আগে থেকেই। সে কারণেই তিনি নিউজ পোর্টালটি চালু করেছেন।

ইলিয়াস কাঞ্চন

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই জনপ্রিয় নায়ক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন। বহু বছর ধরে তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে কাজ করছেন। পেয়েছেন একুশে পদক। সে কারণে তাকে সবাই অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেই চেনেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ নিউজ’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। কয়েক বছর ধরে তিনি এটি পরিচালনা করছেন।

শবনম বুবলী

বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা ছিলেন এই নায়িকা। বুবলীর বড় বোনও সংবাদ পাঠিকা ছিলেন। তাকে দেখে অনুপ্রাণিত হয়েই পাঁচ বছরের কোর্স করে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুবলী। এরপর ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক করেন চলচ্চিত্রে। তার পরের গল্প তো সবারই জানা।

এর বাইরে কণ্ঠশিল্পী এলিটা, প্রবীণ অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, সঞ্জীব চৌধুরী, মামুনুর রশীদ, শমী কায়সার, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বাপ্পা মজুমদার ও জয়া আহসানের মতো তারকারাও বিভিন্ন সময়ে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কেউ কেউ আছেন এখনো।

(ঢাকাটাইমস/০৩মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা