ঐক্যে আশাবাদী খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২৩:২৫ | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১৯:২৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামের যে রাজনৈতিক মোর্চা হয়েছে তাতে আশাবাদী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঐক্যকে জনগণের ঐক্য অভিহিত করে দলের নেতাদের সেটি এগিয়ে নিতেও বলেছেন বিএনপিনেত্রী।

গতকাল বিকালে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ম্যাডাম আমাদের জন্য দোয়া করেছেন। তিনি আশা করছেন, জনগণের যে ঐক্য আমরা তৈরি করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি (খালেদা) জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে বলেছেন।’

নির্বাচনের বিষয়ে খালেদা জিয়ার মত জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তার সাথে কোনও কথা হয়নি। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছে তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।’

খালেদা জিয়া শারীরিকভাবে খুব অসুস্থ জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে জোর দাবি জানাচ্ছি। তিনি অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। পিজি হাসপাতালে রেখে ডাক্তাররা চিকিৎসা করার যে পরামর্শ দিয়েছিল, কর্তৃপক্ষ সেই পরামর্শ গ্রাহ্যই করেননি। তাকে হঠাৎ করেই কারাগারে নিয়ে আসা হয়েছে।’

এসময় খালেদা জিয়াকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করে সুচিকিৎসার দাবি জানান। এর আগে দুপুর আড়াইটায় মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান।

ঢাকাটাইমস/১২নভেম্বর/বিইউ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আইনের শাসন থাকলে খালেদা জিয়া কারাগারে থাকতেন না: মির্জা ফখরুল

গণতন্ত্র ও দেশনেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: টুকু

কারামুক্ত হলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু 

নিজেদের লোকেরাও এই সরকারের ওপর আস্থা রাখতে পারছে না: গণতন্ত্র মঞ্চ

নিপীড়িত মানুষের যুদ্ধে দেশের জনগণ একদিন জয়লাভ করবেই: আলাল

দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী তবুও আজিজকে আর্মির চিফ করা হয়েছিল: মির্জা ফখরুল

জুন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে শ্রমিক দল 

গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা শ্মশানে: রিজভী

বীর মুক্তিযোদ্ধা কামাল হায়দারের ইন্তেকাল

বৈধতাবিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না: এবি পার্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :