লোকসভা নির্বাচন: হিরণকে হারিয়ে ঘাটাল থেকে দেবের হ্যাটট্রিক

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৭:৫৯| আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:০৬
অ- অ+

পশ্চিমবঙ্গের ঘাটাল দেব-ভূমিই থাকল। এই লোকসভা কেন্দ্রে সহকর্মী ও বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখ ২০ হাজারেও বেশি ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো জিতলেন নায়ক-প্রযোজক দেব অর্থাৎ দীপিক অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রার্থী হিসেবে করলেন জয়ের হ্যাটট্রিক।

ইঙ্গিত অবশ্য আগেই পেয়ে গিয়েছিলেন দেব। সম্ভবত সে কারণেই দুপুর ১টা নাগাদ নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘গ্র্যাটিটিউড।’ বাংলায় যার অর্থ ‘কৃতজ্ঞতা’। সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ এবং দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই সে কথা লিখেছেন দেব।

২০১৪ এবং ২০১৯ সালে পরপর দুইবার ঘাটাল থেকে জিতেছিলেন দেব। গতবার তার কাছে হেরেছিলেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। এবার ঘাটালে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিয়েছিল বিজেপি। দেবের বিরুদ্ধে তারা দলের অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল।

অভিনয় থেকে রাজনীতি, দুই ক্ষেত্রেই দেব-হিরণের ‘মসৃণ সম্পর্ক’ কারও অজানা নয়। সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছিল পদ্ম শিবির। কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল। দেবের কাছে ঘাটালে হেরে আপাতত পার্শ্বচরিত্র হয়েই থেকে গেলেন হিরণ।

(ঢাকাটাইমস/০৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ধর্ম মন্ত্রণালযের অনুরোধ: অনুমতি ছাড়া হজ নয়
বার্তা না মেনে মদিনা থেকে ঢাকায় বিমান, অবতরণ করতে হলো সিলেটে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা