প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত হলো বৈশাখি মেলা

​​​​​​​ইউরোপ ব্যুরো:
  প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ২১:২১
অ- অ+

ফ্রান্সের রাজধানী প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখি মেলা।

রবিবার ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে দিনব্যাপী ১৭তম বৈশাখি মেলার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী।

প্রবাসী, নারী শিশুদের কোলাহল এবং আনন্দ উল্লাস আর পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকার সাংস্কৃতিক সম্পাদক হেপী চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবাসীদের শুভেচ্ছা জানান স্বরলিপি সভাপতি নজরুল ইসলাম চৌধুরী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।

বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, যুক্তরাজ্য প্রবাসী আমির সোহেল, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের কর্ণধার মির্জা মাজহারুল ইসলাম, ব্যবসায়ী রাবিনা বেগম, ব্যবসায়ী আমীন খান হাজারী, ইমন গ্রুপের চেয়ারম্যান ইমন রিয়াদ, ব্যবসায়ী আহমদ হাবিব, ব্যবসায়ী মাহমুদুল হাসান জয়, আবিদ হোসেন মোহাম্মদ বাসিত হোসেন।

অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বিভিন্নভাবে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

(ঢাকাটাইমস/০৫জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশেমের কফিন কাঁধে ছাত্র-জনতার মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা