ডিএমপির চার এসিকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ২১:০৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে- সহকারী পুলিশ কমিশনার মো. শাহিনুর ইসলামকে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, মো. হাফিজুর রহমানকে ট্রাফিক সবুজবাগ জোনে, নজরুল ইসলামকে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে এবং কাজী ওয়াজেদ আলীকে মতিঝিল বিভাগের পেট্রোল খিলগাঁও হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকাটাইমস/০৫জুন/এসএস

মন্তব্য করুন