তিন অতিরিক্ত সচিব নতুন দায়িত্বে

অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলি কর্মকর্তাদের মধ্যে- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত হাসনা জাহান খানমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্যসেবা বিভাগের এনামুল হাবীবকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
ঢাকাটাইমস/০৫জুন/এসএস/

মন্তব্য করুন