আপিলেও টিকল না হাওলাদারের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫

মনোনয়নপত্র বাতিলে রির্টানিং কর্মকর্তার দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি জাতীয় পার্টির (জাপা) সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার ইসির আপিল শুনানিতে ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তলায় দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন প্রার্থিদের আপিল শুনানি। আজ আপিলের আবেদনকারীদের মধ্যে ১৬১ থেকে ৩১০ ক্রমিক পর্যন্ত আবেদন নিষ্পত্তি হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু করেন।

২ ডিসেম্বর সারা দেশে ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেশের ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তাদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৪৩ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।

৪ ডিসেম্বর জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। এর আগে ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

গত ৩ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে নতুন মহাসচিব হিসেবে জাপার প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে ১৬০ জনের আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৮০ জন মনোনয়নপত্র ফিরে পেয়েছেন। ফলে এসব প্রার্থীর ভোটে লড়তে আর কোনো বাধা থাকল না। প্রার্থিতা ফিরে পাওয়া বেশির ভাগই বিএনপির ধানের শীষের প্রার্থী। এ দিন ৭৭ জনের আবেদন খারিজ করে দেয়া হয় এবং তিনটি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

প্রার্থিতা ফিরে পেয়ে অনেকে ইসির প্রতি সন্তোষ প্রকাশ করেন। যাদের আবেদন খারিজ করে দেয়া হয়েছে তাদের অনেকেই উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

ইসির তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/০৭ ডিসেম্বর/এসএস/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :