শেরপুর-১

প্রথম ভোট নিজেকেই দেবেন প্রিয়াঙ্কা

শেরপুর প্রতিবেদক
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮
অ- অ+

দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ভোট দিচ্ছেন। নিজের প্রথম ভোটটি তিনি নিজেকেই দেবেন। তিনি এবার শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন। জন্ম তারিখ হিসেবে তার বয়স ২৫ বছর চার মাস।

প্রিয়াঙ্কা জানান, ২০১১ সালে এইচএসসি পাস করার পরই শেরপুর শহরের মধ্যসেরী পাড়া এলাকায় তার বাড়ির ঠিকানায় ভোটার হন তিনি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসায় তিনি ভোট দেননি। সে কারণে আলোচিত এই প্রার্থী এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে। শহরের সিংপাড়া এলাকার দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে ভোট দেবেন প্রিয়াঙ্কা। প্রথম ভোটটি নিজেকে দেয়ার সুযোগ পেয়ে তিনি গর্ববোধ করছেন বলে জানান। তবে ভোটটি যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কাও আছে। নির্বাচনী প্রচারে নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন ধানের শীষের এই প্রার্থী।

সানসিলা জেবরিনের বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবার এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। ডজনখানেক মামলার আসামি হযরত আলী প্রায় চার মাস ধরে কারাগারে আছেন। তাছাড়া ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। ফলে মেয়ে নবীন চিকিৎসক প্রিয়াঙ্কাকেই প্রার্থী হিসেবে নামতে হয় ভোটের মাঠে। তার বিপরীতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী আতিউর রহমান আতিক। তিনি বর্তমান সংসদের হুইপ এবং পাঁচবারের সাংসদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
পাটগ্রাম সীমান্ত: দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ 
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা