চট্টগ্রামে বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হবে: রুবেল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৯

আগেই বলা হচ্ছিল বিপিএলের চট্টগ্রাম পর্বে রানের বন্যা বইয়ে যাবে। সত্যিই তাই হচ্ছে। ব্যাটসম্যানরা ব্যাট চালালেই রান পাচ্ছেন। অপরদিকে, বোলারদের অবস্থা নাজেহাল। তবে তাদেরও ভালো করার উপায় আছে। রানপ্রসবা উইকেটে সাফল্য পেতে চাইলে একটু বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হবে বলে মনে করছেন ঢাকা ডায়নামাইটসের ডানহাতি পেসার রুবেল হোসেন।

চট্টগ্রাম পর্বের প্রথমদিনই রংপুর-চিটাগংয়ের ম্যাচে ২৩৯ রান হয়েছে। সেঞ্চুরি মেরেছেন রাইলি রুশো আর আলেক্স হেলস। গত শনিবার ভাইকিংসের বিপক্ষে রাজশাহী কিংস করেছিল ১৯৮ রান। জবাবে ভাইকিংস থামে ১৯১ রানে। দিনের দ্বিতীয় খেলায় সিলেট সিক্সার্স করে ১৯৫ রান।

আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ম্যাচ খেলতে নামছে ঢাকা ডায়নামাইটস। পেসে তাদের অন্যতম ভরসা রুবেল। আট ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। সেই রুবেলই জানালেন চট্টগ্রামে ভালো বোলিং করার উপায়। অনুশীলনে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘চট্টগ্রামের উইকেট খুবই সুন্দর। ব্যাটসম্যানদের জন্য খুব সহায়ক একটা উইকেট। খুব সুন্দর উইকেট, অনেক রান হচ্ছে। এই ধরণের উইকেটে আমরা যারাই বল করবো না কেন খুব বুদ্ধি খাটিয়ে বল করতে হবে। বুদ্ধি খাটিয়ে বল করলে বোলারদের জন্যও অনেক কিছু আছে এখানে।’

এ ধরণের উইকেটে ব্যাটসম্যানের মুড বুঝে বোলিং করা গুরুত্বপূর্ণ মনে করছেন রুবেল, ‘এটা যেহেতু ব্যাটসম্যানদের সহয়ক উইকেট, আমার কাছে মনে হয় ব্যাটসম্যানকে রিড করে বল করা উচিৎ। উইকেটটা কি চাচ্ছে? কেমন ব্যবহার করছে। পাশাপাশি বোলার কি চাচ্ছে, দলের পরিকল্পনা কি, আমার মনে হয় এসবের বাস্তবায়ন ভালোমতো করতে পারলে সফলতা পাওয়া যাবে।’

নিজের প্রত্যাশা নিয়ে রুবেল বলেন, ‘আমি কোন চ্যালেঞ্জ ফিল করছি না। আমি প্রত্যেকটা ম্যাচে ভালো বল করতে চাই। মাঝে মধ্যে ভালো বলেও উইকেট পাই, মাঝে মধ্যে খারাপ বলেও উইকেট পাই। উইকেট পেতে কিছুকিছু সময় ভাগ্য সহায়ক হতে হয়। এখানে বোলিং চ্যালেঞ্জ না, আমার লক্ষ্য ভালো করতে চাই।’

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :