চাঁদপুরে আ.লীগের সভায় সংঘর্ষ, পুলিশের গুলি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:০০ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৫৭

চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ধিত সভায় বর্তমান ও সাবেক সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় ছাত্রলীগ পুলিশের গুলির পেছনে বাইরের কারও ইন্ধন আছে বলে অভিযোগ করেছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ফাঁকা গুলি চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার স্থানীয় বিআরডিবি কার্যালয়ের সামনে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান বক্তব্য দিচ্ছিলেন। এ সময় একটি মিছিল বর্ধিত সভায় ঢুকে সবাইকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে সভা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলটি বর্তমান সংসদ সদস্য শফিকুর রহমানের সমর্থকদের বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ সময় সাবেক সাংসদ শামসুল হক ভূইয়ার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে টিয়ারসেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের রাবার বুলেটের আঘাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা রিপন, মাহবুবুল আলম, শরিফসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগের দাবি পুলিশ কারো ইন্ধনে বর্ধিতসভায় গুলি চালিয়েছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বর্ধিত সভায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বর্তমান সাংসদ সাংবাদিক শফিকুর রহমানকে দাওয়াত না দেয়ায় তার সমর্থকরা বাধা দিতে যান। এ সময় সাবেক সংসদ সদস্য শামসুল হক ভূইয়ার কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সাবেক সাংসদ শামসুল হক ভূইয়া বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা আওয়ামী লীগের জন্য লজ্জাজনক ব্যাপার।’

গুলি চালানোর বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের গুলিতে আহত হওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :