আদালতে শিগগির নিষিদ্ধ হবে জামায়াত, আশায় হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী শিগগির উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষিত হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে মামলা থাকায় সরকার কিছু করতে পারছেন না।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। জামায়াত ও তার জোটের শরিকদের প্রত্যাখ্যান করায় দেশবাসীকে ধন্যবাদও জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (জামায়াত) নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের যে শর্ত, তা পূরণ করতে পারেনি বলে তাদের নিবন্ধন দেয়া হয়নি। কিন্তু তাদের নিষিদ্ধ করার জন্য একটি মামলা রয়ে গেছে। কিন্তু সেই মামলাটি যায় ততক্ষণ পর্যন্ত রায় না হবে সেখানে আমরা কোনো কিছু করতে পারি না।’

‘আমি আশা করি, কোর্টের রায় খুব শিগগিরই যদি হয়ে যায় তাহলে জামায়াত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে।’

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি রিট আবেদনে বাতিল হয়েছে জামায়াতের নিবন্ধন। ফলে তারা দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে পারছে না। আর মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় জামায়াতকে ‘ক্রিমিনাল সংগঠন’ আখ্যা দিয়ে তাদের বিচারেরও সুপারিশ করা হয়েছে।

এর মধ্যে জামায়াত নিষিদ্ধ চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদনও বিচারাধীন। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আদালত থেকে।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরার দায়ে স্বাধীনতার পর নিষিদ্ধ ছিল জামায়াতে ইসলামী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জামায়াতকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

বঙ্গবন্ধু সরকারের আমলে চলমান যুদ্ধাপরাধের বিচারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন যখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে। দখল করে সে বিচার কার্য বন্ধ করে দেন এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, ভোটের অধিকার দেয়। সংবিধানের ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে দেয়া হয়, এবং ৩৮ অনুচ্ছেদের আংশিক পরিবর্তন এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল।’

একাদশ সংসদ নির্বাচনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকলেও নেক্কারজনক ভাবে তারা বিএনপির সাথে একযোগে ঐক্যবদ্ধ হয়ে জোট করে ধানের শীষকে সাথে নিয়ে প্রার্থী হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যে তারা তাদেরকে ভোট দেয়নি। সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।’

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মানুষ খুন করা থেকে শুরু করে মানি লন্ডারিং, দশ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমের অর্থ আত্মসাৎ এসব মামলায় যারা সাজাপ্রাপ্ত যারা গ্রেফতারকৃত রয়েছে। যারা বিদেশে পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আমাদের আলোচনা চলছে। এবং আমি বিশ্বাস করি, আমরা তাদের ইনশাল্লাহ ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে পারব।’

আগামী পাঁচ বছরের মধ্যে গোলালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালিপাড়াকে ঘিরে কোন মেগা প্রকল্প গ্রহণ করা হতে পারে কি না- এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, তিনি কোনো বিশেষ অঞ্চল নিয়ে কাজ করছেন না। কোথায় কোন পরিকল্পনা গ্রহণ করলে অধিকাংশ মানুষ তার সুযোগ-সুবিধা পাবে সেটি চিন্তা করেই তারা কর্ম পরিকল্পনা নেন।

ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/কারই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

জাপার একাংশের শনিবারের সভা স্থগিত, বিতরণ করবে পানি ও স্যালাইন

পাকিস্তান প্রশংসা করে অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের 

নতজানু সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না: সালাম 

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

ঝিনাইদহ-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে: ওবায়দুল কাদের

প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :