এটা জামায়াতের কৌশলও হতে পারে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৫ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে ক্ষমা প্রার্থনার যে দাবি উঠছে সেটা দলটির একটি কৌশল হতে পারে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত বিলুপ্ত করে নতুনভাবে দল করলে সেটা ‘নতুন বোতলে পুরনো মদ’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওবায়দুল কাদের।

গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল থেকে পদত্যাগ করেন আবদুর রাজ্জাক। তিনি জামায়াতে ইসলামীকে নতুন রাজনীতির পরামর্শও দেন। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের মধ্যমসারির নেতাদের কেউ কেউ নিজেদের অবস্থান নিয়ে সমালোচনামূলক পোস্ট দিচ্ছেন। দল বিলুপ্ত করে নতুন নামে রাজনীতিতে আসার গুঞ্জনও আছে।

জামায়াত একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইলে কতটুকু দায়মুক্তি হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এতকিছু বুঝি না, আমার বক্তব্য হচ্ছে এখনো তারা ক্ষমা চায়নি। এখনো তারা এটা অফিসিয়ালভাবে এপোলোজাইজ করেনি। আমি গতকাল বলেছি তারা এপোলোজাইজ করার আগে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয়। এপোলোজাইজ করার পর মানবতাবিরোধী যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়া বন্ধ হবে না।’

আবদুর রাজ্জাকের পদত্যাগের ব্যাপারে তিনি বলেন, ‘জামায়াত নেতার পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়। এটা তাদের দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জামায়াত বিভক্ত হতে যাচ্ছে এ খবর প্রকাশের পর দলের ভেতরে যারা আছে তারা কেউ কেউ সরে যেতে পারে। দলটির নেতাদের ইনটেনশনটা এখনো ক্লিয়ার না। ইনটেনশনটা আগে ক্লিয়ার হোক, তারপর মন্তব্য করা যাবে।’

জামায়াত নতুন নামে এলে আওয়ামী লীগ তাদের স্বাগত জানাবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। নতুন নামে, নতুন বোতলে পুরনো মদ এলে পার্থক্য কোথায়। জিনিস তো একটাই। তাদের আদর্শ ঠিক আছে, নতুন নামে আদর্শ আসবে। তাহলে পার্থক্য কোথায়। দেখতে হবে এ বিষয়গুলো। নানা কথা মিডিয়া আসছে। আগে পরিষ্কার হওয়া দরকার, পরে মন্তব্য।’

চাকরির বয়স ৩৫ করার খবর গুজব’

'আগামী মাসে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করে দেয়া হবে' এমন খবরকে গুজব বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে আমি কোনো কথা বলিনি। প্রথমে আমি এটা জানিয়ে রাখছি।

এটা তারাই গুজব ছড়াচ্ছে। নিউজের মধ্যে আমার কোনো ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কী করে। এটা ফলস অ্যান্ড পাবলিকেটেড।

কাদের বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কী বলবো। আমি সরকার ও পার্টির গুরুত্বপূর্ণ জায়গায় আছি। আমার ইরেসপন্সিবল কোনো কথা বলা উচিত না।’

‘চাকরিতে প্রবেশের সিদ্ধান্ত সরকারি পর্যায়ে এখনও হয়নি। আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করালম, আমার তো জানা নেই। ইট ইজ এ ফেইকফুল অ্যান্ড ফলস।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

জাপার একাংশের শনিবারের সভা স্থগিত, বিতরণ করবে পানি ও স্যালাইন

পাকিস্তান প্রশংসা করে অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের 

নতজানু সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না: সালাম 

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

এই বিভাগের সব খবর

শিরোনাম :