পিএসএলে মালিক-আফ্রিদিদের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার দিনের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৫ উইকেটে হারিয়েছে শোয়েব মালিক-শহীদ আফ্রিদিদের দল মুলতান সুলতানস। দুই ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে মুলতান। দুই ম্যাচ খেলে একটিতে জিতে চতুর্থ অবস্থানে আছে ইসলামাবাদ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ইসলামাবাদ ইউনাইটেডের দেয়া ১২৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুলতান সুলতানস। দলের পক্ষে ২০ বলে ২৬ রান করেন ওপেনার শান মাসুদ।

অন্যদের মধ্যে ২৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শোয়েব মালিক। ৭ বলে ১৬ রান করেন আন্দ্রে রাসেল। ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন শহীদ আফ্রিদি। ইসলামাবাদের বোলারদের মধ্যে ওয়াকাস মাকসুদ ১টি, শাদব খান ২টি ও মোহাম্মদ সামি ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে ইসলামাবাদ ইউনাইটেড। দলের ওপেনার লুকে রঞ্চি ৩৩ বলে একটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫১ রান করেন। ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ।

মুলতানের পক্ষে আলী শফিক চার ওভারে ১১ রান দিয়ে দুই উইকেট নেন। চার ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন শহীদ আফ্রিদি। চার ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ ইরফান। চার ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট নেন জুনায়েদ খান। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মুলতানের আলী শফিক।

সংক্ষিপ্ত স্কোর

ইসলামাবাদ ইউনাইটেড: ১২৫/৭ (২০ ওভার)

মুলতান সুলতানস: ১২৬/৫ (১৮.৪ ওভার)

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :