বিস্ময়কর ইনিংসের পর কুসলের ৫৮ ধাপ উন্নতি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

কুসল পেরেরা এখন শ্রীলঙ্কার হিরো। গতকাল (শনিবার) ডারবান টেস্টের চতুর্থ দিন কুসলের বিস্ময়কর ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কা। ১৫৩ রান করে অপরাজিত থাকেন কুসল পেরেরা।

দুর্দান্ত এই ইনিংস খেলার পর আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৫৮ ধাপ উন্নতি করেছেন কুসল। বাঁ-হাতি এই ব্যাটসম্যান এখন আছেন ৪০তম অবস্থানে।

অন্যদিকে, কোনো ম্যাচ না খেলেই কাগিসো রাবাদাকে টপকে টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে উঠে গেছেন অজি পেসার প্যাট কামিন্স। গ্লেন ম্যাকগ্রাথের পর এই প্রথম কোনো অজি বোলার টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এই তালিকায় শীর্ষে ছিলেন ম্যাকগ্রাথ। ডারবান টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৩ উইকেট নেন রাবাদা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন। দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৩৫ ও ৯০। ৬৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নের সঙ্গে যৌথভাবে দশম অবস্থানে আছেন তিনি।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :