খালেদার গ্যাটকো মামলার শুনানি পেছাল

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২
ফাইল ছবি

গ্যাটকো দুর্নীতি মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১৮ মার্চ তারিখ ধার্য করেছে আদালত।

মামলায় আসামিপক্ষের জব্দকৃত আলামতের সার্টিফাইড কপি এখানো না পাওয়ায় বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন এই তারিখ ঠিক করেন। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

চার্জশুনানির লক্ষ্যে বেলা পৌনে একটার দিকে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিছু সময় পরই বিচারক এজলাসে উঠলে আদালতের কার্যক্রম শুরু হয়।

শুরুতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় যেসব কাগজপত্র দাখিল করেছেন তার অনেক কিছুই আমরা পায়নি। মাননীয় আদালত, এর আগের শুনানিতে আপনি মামলার আলামতসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা এখনও সেগুলো হাতে পাইনি। তাই আমরা শুনানি করতে পারছি না। আমাদের সময় দেন। নথি হাতে পেলে আমরা শুনানি করবো।

শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৮ মার্চ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

দুপুর ১টা ৫ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শেষে খালেদা জিয়াকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর কমলাপুরে আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামলা করা হয়। দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। তার মধ্যে সাত আসামি মারা গেছেন।

ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :