আদালতে সানগ্লাস পরা খালেদাকে অসুস্থ মনে হয় না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:২৬ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ১৬:১৩

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপিনেত্রী খালেদা জিয়াকে আদালত প্রাঙ্গনে সানগ্লাস পরা দেখে অসুস্থ মনে হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ।’

শনিবার ঢাকা সাব এডিটরস কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে থাকা খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে দলটির একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখাও করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটা তার (খালেদা) নতুন কোনও রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। কারাগারে তিনি যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’

‘বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে।’

ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর নীতি থেকে সরে এসে নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

বিএফইউজ’র সভাপতি মোল্লা জালাল, উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৯মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :