দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১০:১৪

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হযেছে।

টানা ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে দীর্ঘ লাইনের সৃস্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নদীর বয়ার বাতি দেখা না যাওয়অয় দুর্ঘটনা এড়াতে ফেরি চলচল বন্ধ করা হয়। পরে সকাল সাড়ে ৮টার সময় কুয়াশার ঘনত্ব কমে এলে পুণরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, অসময়ে হঠাৎ ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। ভোর থেকে টানা ৪ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৭টি ছোট বড় ফেরি চলাচল করছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১২মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :