সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৪, ০৮:৩৮| আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৫০
অ- অ+

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম খালেদ আহমদ (২০)। তিনি স্থানীয় বাজারে দর্জির কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ‍উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী (কুতুবনগর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ একই গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন খালেদ। পথে বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।

ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন খালেদ। এমন মৃত্যুতে আমি খুবই মর্মাহত।’

এসময় উপস্থিত সবার উদ্দেশে এই জনপ্রতিনিধি বলেন, আপনারা কেউ এই মেঘ-বৃষ্টির দিনে একান্ত জরুরি কোনো কাজ না থাকলে ঘর থেকে বের হবেন না। কোনো প্রয়োজনে বের হলে, বজ্রপাত হলে উচুঁ কোনো স্থানে না থেকে নিচু স্থানে আশ্রয় নেবেন।

তিনি সবাইকে খালেদের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ঢাকাটাইমস/১৮মে/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২৪ ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫২১
অপারেশন ডেভিল হান্ট: সাতক্ষীরায় বনদস্যুদের দুই সহযোগী আটক
ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা