নির্বাচনি আচরণবিধি ভঙ্গ: জরিমানার টাকা দিতে না পারায় পুলিশ হেফাজতে প্রার্থী

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নির্বাচনি প্রচারণায় আচরণবিধি ভঙ্গের দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে না পারায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রার্থীকে।
শুক্রবার বিকাল ৪টায় সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
এসময় জরিমানার টাকা দিতে না পারায় ফয়সাল দিদার দিপুকে সৈয়দপুর থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, প্রতীক বরাদ্দের পর ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। বিষয়টি নজরে আসলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টিকে আক্রোশমূলক দাবি করে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু বলেন, আমাকে বিধি মোতাবেক জরিমানা করা হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, আগামী ২১মে অনুষ্ঠিত হবে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনি প্রচারণায় কোনো প্রার্থী, কর্মী কিংবা প্রার্থীর সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়া প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করে সকল প্রার্থীকে সতর্ক করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যাতে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন না করে।
(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন