আইএবি নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের মৃত্যু

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ৩টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ৩ বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রাতে তার লাশ গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হবে। শনিবার সকাল ৮টায় তার নিজ বাড়ি মাদারীপুর সদর থানার ঝিকরহাটিতে (মোস্তফাপুর মোড় সংলগ্ন) জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে মাগরিব থেকে এশা পর্যন্ত পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার লাশ রাখা হয়। এ সময় তার রাজনৈতিক সহকর্মীরা তাকে শেষ দেখা দেখেন।
তার ইন্তেকালের সংবাদ সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়লে সারাদেশে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিটফোর্ড হাসপাতালে ছুটে যান। এ সময় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
চরমোনাই পীরসহ নেতাদের শোক ও দোয়া
অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকালে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) গভীর শোক প্রকাশ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মরহুমের বর্ণাড্য রাজনৈতিক ও কর্মময়জীবনের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান।
শোকবার্তায় আইএবি আমীর বলেন, ‘সৈয়দ বেলায়েত হোসেন ছাত্র জীবনে পীর সাহেব চরমোনাই রহ. এর সানিধ্যে আসেন। অতঃপর ইসলামী ছাত্র আন্দোলন গঠন হলে ১৯৯১ সাল থেকে ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করে ছাত্রত্ব শেষ করেন। এরপর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আন্দোলন সংগ্রামে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সামনে সারি থেকে আন্দোলনে নেতৃত্ব দেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রব্বুল আলামিন মরহুমের সকল ভুল ত্রুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চা মর্যাদা দান করুন। সেইসঙ্গে পরিবার পরিজনকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দিন (আমিন)।
(ঢাকাটাইমস/১৭মে/এসআইএস)

মন্তব্য করুন