রোকেয়া হলের ছাত্রীদের সঙ্গে একাত্মতা ২১ স্বতন্ত্র বিজয়ীর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ২০:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এবং নির্বাচনের প্রার্থীসহ সাতজন ও অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে রোকেয়া হলের আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন তিনটি ছাত্রী হল সংসদের নির্বাচনে জয়ী ২১ জন স্বতন্ত্র প্রার্থী৷

আজ বুধবার বিকেলে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই একাত্মতা প্রকাশ করেন কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ভিপি, জিএসসহ বিভিন্ন পদে নির্বাচিত ২১ জন স্বতন্ত্র প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শামসুন নাহার হল সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছপা।

রোকেয়া হল সংসদে পুনর্নির্বাচন, মামলা প্রত্যাহার ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিক্ষোভ করেন রোকেয়া হলের ছাত্রীরা।

তাদের সঙ্গে জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোকেয়া হলের ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ইতিমধ্যে আমরা জেনেছি যে ৪০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে৷ এমতাবস্থায় আমরা হল সংসদে নির্বাচিত স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের (রোকেয়া হলের ছাত্রীদের) দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি৷’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামসুন নাহার হল সংসদে নির্বাচিত সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ, কবি সুফিয়া কামাল হল সংসদে নির্বাচিত ভিপি তানজিনা আক্তার সুমা ও জিএস মনিরা শারমিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে নির্বাচিত সংস্কৃতি সম্পাদক তাসনিম হালিম মিম প্রমুখ৷

১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলে ভোটের আগে তিনটি বাক্সে ব্যালট পেপার উদ্ধার করেন সেখানকার ছাত্রীরা। এ খবর পেয়ে সেখানে যান কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু ভিপি প্রার্থী নুরুল হক নুর। একপর‌্যায়ে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে নুর জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হামলা ও ভাঙচুরের অভিযোগে নুরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে হল কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :