গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৮
অ- অ+

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ (বেরোবি) সাত কেন্দ্রে ৩১ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান (সেলিম) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রংপুর অঞ্চলের সাতটি কেন্দ্রের মধ্যে বেরোবিতে ৯০৭৩ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৭ হাজার, দ্যা মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার, টিচার্স ট্রেনিং কলেজে ২ হাজার, রংপুর সরকারি কলেজে ৩ হাজার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৫ হাজার ৯০৭ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৯৬৬ জন শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, সাতটি কেন্দ্রে ৩১ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ ইউনিটে ১৬ হাজার ২২৮ জন, ‘খ’ ইউনিটে ১৩ হাজার ১৬৯ জন এবং ‘গ’ ইউনিটে ২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী এবারের ভর্তি যুদ্ধে অংশ নেবেন।

এ বছর গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (২৭ এপ্রিল শনিবার ক ইউনিট, ৩ মে শুক্রবার খ ইউনিট এবং ১০ মে শুক্রবার গ ইউনিট) সারা দেশের মধ্যে ২২টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সম্পন্ন হবে। এ পরীক্ষায় অংশ নেবেন মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা